24/07/2017

অনেক দিন ধরে কিছু লিখিনা। লেখা আসে না। এখানে কিছু ওখানে কিছু, হঠাৎ করে হয়তো লিখে ফেললাম। কিন্তু কিছু লিখবো বলে যে লেখা, সে চলে গেছে। আসলে সব কিছু একটা সময় বা মাত্রা মেনে হয়, এখন হয়তো মাত্রাছাড়া হয়ে গেছি।
মাঝে মাঝে ভাবি, লেখা শুরু করলে হয়। কিন্তু লিখবটা কি? facebook এ লোকজনের লেখা পড়ি, বাহবা দেই, কিন্তু সেই লেখার ক্ষমতা আমার নেই, আসলে ছিলই না কোনো দিন।
Diary লেখার কথা মনে হয়, কিন্তু ওই.... লিখব বলে মনে হয়, এই-ই আমার দৌড়।
দেখা যাক, কিছুদিন ধরে facebook এ আমার খুচরো কিছু লেখা নিয়ে পরিচিত দু চার জনের কাছ থেকে উৎসাহ পেয়েছি, আর সেই জন্যেই হঠাৎ করে মনে হল যে আর একবার হাত মকশো করে দেখলে খারাপ হয় না। কিন্তু সেটা Diary না কি ব্লগ সে এখনো জানি না। ডায়েরি হিসাবে লিখলে এক রকম, আর ব্লগ লিখলে আর রকম। দেখা যাক কি দাঁড়ায়।
তবে এ কথা ঠিক যে লিখতে গেলে আমার প্রচুর মুদ্রাদোষ ছাড়তে হবে- যেমন আমার দেখা যাক কথা টা বলা, আমার Interesting শব্দটা ব্যবহার করতে গেলে সংযত হওয়া, এই সব আর কি। সব থেকে বড় কথা হল পরিশ্রম করতে হবে।
আসলে কি লিখব সেটাই খুঁজে পাইনা। কি নিয়ে লিখব। লেখার বিষয়ের অভাব নেই এ কথা বলতে সবাই পারে, কিন্তু সব বিষয় তো সমান ভাবে মনকে ছুঁয়েও যায়না, নাড়াও দেয়না- যেটা নিয়ে লিখতে পারব। 
এমনিতেই চার পাশে কথা বলতে পড়বার মত লোক খুঁজে পাওয়া খুব দুষ্কর হয়ে যাচ্ছে। জাতীয়তাবাদীর ছড়াছড়ি চারপাশে। দেশটা হঠাৎ করে কি রকম অচেনা হয়ে যাচ্ছে। দেশটা অচেনা হয়ে যাচ্ছে কথাটা ভুল বললাম। চারপাশের লোক গুলো অচেনা হয়ে যাচ্ছে। আগে যা মনে হতো সেটা কোথাও জনসমক্ষে বলে ফেললে খুব একটা চাপ নিতে হতো না। এখন কিরকম জানি ভেবে নিয়ে, চার পাশে তাকিয়ে কথা বলতে হয়। আর লেখার ক্ষেত্রে, বিশেষ করে কোন কিছু লিখে সেটা যদি publicly প্রকাশ করবার পরশ আসে, তাহলে তো হয়ে গেল। যারা শুভানুধ্যায়ী তারা ডাক দিয়ে বলে, যে ভাই এ রকম ভাবে লিখিস না, তুই বড় বেশি বাড়াবাড়ি করছিস। আর যাদের গায়ে লাগল তারা তো কথাই নেই- মোটামুটি চোদ্দ গুষ্টি উদ্ধার করতে বাজারে নেমে পড়বে।  তখন তাদের ভাষা শুনলে ভদ্র বাড়ির সন্তান বলে কষ্ট হয়।
Humour জিনিসটা আমার অসাধারন লাগে, Sarcasm ভালো লাগে তার থেকেও বেশি। কিন্তু মুশকিল হলো যে আমি বুঝতে পারি, কিন্তু আমার দ্বারা হয়না। কাজেই বেশ মজার করে রসিয়ে রসিয়ে লিখব- আর লোকে সেটা পড়ে বেশ বাহবা দেবে সে স্বপ্ন অচিরাৎ পূরণের দুরাশা আমি করিনে।  
তো বাকি থাকল, গান, গল্প, সিনেমা- তাই সই। চেষ্টা করব আজ থেকে লিখতে। 
চেষ্টাটা সফল হল কি না- সেটা সময় বলবে।

Comments

Popular posts from this blog

The Hell

Speaking of Last year....

Harry Potter and The Philosopher's Stone- J K Rowling