এটা একটা প্রচন্ড কঠিন কাজে হাত দিয়ে ফেললাম মনে হচ্ছে। হয়তো সাপের ছুঁচো গেলার case হয়ে যেতে পারে। দেখা যাক- না হলে delete করে দেওয়ার রাজকীয় পন্থা তো খোলা থাকছেই। Harry Potter এর সাথে আমার প্রথম পরিচয় খুব স্বাভাবিক ভাবে আমার মত মধ্যবিত্ত আর পাঁচটা বাঙালি ছেলের মত তার সিনেমার হাত ধরেই। বোধহয় প্রথম সিনেমা আর চার নম্বর বই, এক সাথে বেরিয়েছিল। নাঃ, এই মাত্র নেট ঘেঁটে দেখলাম। প্রথম সিনেমা ২০০২ আর চার নম্বর বই ২০০০। যাই হোক, সিনেমা দেখে আসার পর বই কেনা- এবং সেই আগ্রহ জাগিয়ে তোলার পিছনে অবশ্যই ধন্যবাদ দেব আনন্দবাজার পত্রিকা কে। গোগ্রাসে গিলে ফেলা প্রথম চার খানা খন্ড। তারপর পাগলের মত প্রতীক্ষা। যাই হোক, সেই গল্প আর এক দিনের। আজকের গল্প- না থুড়ি, ঠিক গল্প না, আজকের বকবক প্রথম খন্ড নিয়ে। কাহিনীসূত্র বিন্যাস নিয়ে কথা খরচ করব না, কারন বারবার করে সিনেমাটার পুনঃপ্রচার আর বইটা পড়ার কল্যানে সে গল্প আজ সবার জানা। আজকের আলোচনা একটু অন্য পথে। আমি by nature, Fantasy genre এর ভক্ত। সেটা যে কোন রকম fantasy হতে পারে, রূপকথা হোক বা কল্পবিজ্ঞান। Harry Potter এর সব থেকে মজার ব্যাপার, কিছুতেই classify করা যায়ন...
Comments
Post a Comment